Image description

যশোরের কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক ইব্রাহিম হোসেন (৪২) এবং তার পিতা আশরাফ আলী মোড়ল সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। রবিবার (১৪ সেপ্টেম্বর) গভীর রাতে কেশবপুর পৌরসভার সরফাবাদ গ্রামে তাদের নিজ বাড়িতে এ নৃৃশংস হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা আশরাফ আলীর বাড়ির গ্রিল কেটে শয়নকক্ষে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় বেধড়ক মারপিট চালায়। এতে প্রভাষক ইব্রাহিম হোসেন ও তার পিতা আশরাফ আলী গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় তাদের চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এসে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রভাষক ইব্রাহিম হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তার পিতা আশরাফ আলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই চিকিৎসাধীন রয়েছেন এবং এখনো অচেতন অবস্থায় আছেন।

খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশের প্রাথমিক ধারণা পূর্ব শত্রুতার জের ধরেই এ হামলার ঘটনা ঘটতে পারে। তবে হামলাকারীরা ঘরের কোনো মালামাল নিয়ে যায়নি।

এ ঘটনায় এলাকাজুড়ে তীব্র আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় সচেতন নাগরিক মো: সাইফুর রহমান বলেন, এভাবে প্রভাষক এবং তার পিতাকে বাড়িতে ঢুকে মারধর করা খুবই ন্যাক্কারজনক ঘটনা। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। 

এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন বলে পুলিশ সূত্রে জানা গেছে।