কুমিল্লা-২ আসন পুনর্বহাল, হোমনা-তিতাস বিএনপির আনন্দ মিছিল

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) সংসদীয় আসন পুনর্বহাল করে নির্বাচন কমিশনের চূড়ান্ত গেজেট প্রকাশের পর আনন্দ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শনিবার তিতাস ও হোমনা উপজেলা বিএনপির একাংশের উদ্যোগে এ মিছিল বের করা হয়।
তিতাস উপজেলার জিয়ারকান্দি থেকে মিছিলটি শুরু হয়ে কড়িকান্দি বাজার, গাজীপুর, বাতাকান্দি বাজার হয়ে হোমনার সিনাইয়া, বাসস্ট্যান্ড, আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ, হোমনা চৌরাস্তাসহ উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শেষ হয়। পরে মরহুম সাবেক মন্ত্রী এম কে আনোয়ারের বাড়িতে সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস-২ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক উপ-সচিব ইঞ্জিনিয়ার মো. আবদুল মতিন খান।
সমাবেশে হোমনা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জহিরুল হক জহরের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মো. আবদুল মতিন খান, তিতাস উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মনিরুল হক তপন ভুইয়া, মজিদপুর ইউপির সাবেক চেয়ারম্যান মো. ফারুক মিয়া সরকার, তিতাস উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মনির হোসেন ভুইয়াসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।
বক্তারা নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, কুমিল্লা-২ আসন পুনর্বহাল হওয়ায় তিতাস ও হোমনার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হলো।
উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন হোমনা ও তিতাস উপজেলাকে একত্রিত করে কুমিল্লা-২ আসন পুনর্বহালের চূড়ান্ত গেজেট প্রকাশ করে।
Comments