পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

রংপুরের পীরগাছা উপজেলার নেকমামুদ আপডেট পাবলিক স্কুল ২০২৪ সালে বাংলাদেশ পাবলিক স্কুল সোসাইটির বেসরকারি বৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করায় অভিভাবক ও সুধী সমাবেশের আয়োজন করেছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে তাম্বুলপুর ইউনিয়নের তারা বাজারস্থ স্কুল প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
স্কুল সভাপতি মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পীরগাছা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ ফাহমিদ হাসান রনু। তিনি বলেন, “অভিভাবকদের উচিত সন্তানদের ডাক্তার বা ইঞ্জিনিয়ার বানানোর আগে ভালো মানুষ হিসেবে গড়ে তোলা। একজন খারাপ মানুষ জ্ঞানী হলেও তার সঙ্গ ত্যাগ করা উচিত।” তিনি শিক্ষার্থীদের মোবাইল আসক্তি থেকে মুক্ত রাখার ওপর জোর দেন।
সহকারী শিক্ষক আসাদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তাম্বুলপুর ইউপি চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল, বিএনপি সভাপতি আহম্মেদ হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা নুরুজ্জামান মিয়া, অভিভাবক নিজাম উদ্দিন জাহাঙ্গীর, আল হেলাল ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ ইস্রাফিল আলম হেলালী, প্রধান শিক্ষক মশিউর রহমান শুভ ও সহকারী শিক্ষক জিয়াউর রহমান।
অনুষ্ঠানে ২০২৪ সালের বৃত্তিপ্রাপ্ত ৪৯ জন এবং দ্বিতীয় সাময়িক পরীক্ষায় কৃতি ৪২ জন শিক্ষার্থীকে সনদ, নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয়। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনরা এ সময় উপস্থিত ছিলেন।
Comments