Image description

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ফখরুল উদ্দিন (২২) নামে এক যুবক গ্রেফতার হয়েছেন। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত ৩:৪৫ মিনিটে উপজেলার শিবপুর ইউনিয়নের বাঘাউড়া গোলাম আলী মৌলভী বাড়িতে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বাসক। তাঁর সঙ্গে ছিলেন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর ইসলাম, এসআই শাহ আলম, এসআই মোহাম্মদ আজাদ হোসেন ও অন্যান্য পুলিশ সদস্য।

অভিযানে শিবপুর ইউনিয়নের বাঘাউড়া গোলাম আলী মৌলভী বাড়ির আহাজ উদ্দিনের ছেলে ফখরুল উদ্দিনের কাছ থেকে ৩ৰটি দেশীয় তৈরি বল্লম, টেঁড়া এবং ২টি রামদা উদ্ধার করা হয়।

নবীনগর থানার ওসি মো. শাহিনুর ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত ফখরুল উদ্দিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।