সাভারে ‘পরকাল ইহকালের সঞ্চয়’ সংগঠনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাভারে মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘পরকাল ইহকালের সঞ্চয়, পরকালের পুঁজি’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে নবীনগরের ঢাকা কো-অপারেটিভ হাউস বিল্ডিং সোসাইটি স্কুল মাঠে এই আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন সংগঠনের কার্যকরী সদস্য মোহাম্মদ সজীব হোসেন আমান ও মতিন তালুকদার। সজীব বলেন, “গত বছর বন্যার সময় মসজিদে প্যাকেজিং কাজে আমার বাবাকে অংশ নিতে দেখা আমার জীবনের সেরা মুহূর্ত।”
কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়, যা পরিচালনা করেন রাহাত হাসান উৎস। সিনিয়র সদস্য মুফতি আবু তাহের মাজহারী সংগঠনের উদ্দেশ্য ও মানবিক কাজের গুরুত্ব তুলে ধরেন। রাজু আহমেদ গত এক বছরের কার্যক্রম ও আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন। মনজুল হক আকাশ ২০২৫-২৬ সালের পরিকল্পনা তুলে ধরেন, যার মধ্যে রয়েছে উন্মুক্ত পাঠাগার নির্মাণ, বিনামূল্যে রক্তদান ও মেডিকেল ক্যাম্প, দুর্যোগ মোকাবিলা এবং দুস্থদের চিকিৎসা সহায়তা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাবিবুর রহমান হাবিব, রিয়াদ হাসান হৃদয়, সাকিব দেওয়ান, কাওসার হাবিব, মেহেরাব হোসেন মাহিন, অমিত ঘোষ, সিনথিয়া তাইয়্যেবাসহ অনেকে। পাথালিয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবী আমিনুর রহমান বলেন, “এই তরুণরা সমাজে ইতিবাচক পরিবর্তন আনছে। আমি তাদের পাশে থাকবো।” অধ্যক্ষ হারুনুর রশিদ সংগঠনের স্বচ্ছতা ও সদস্যদের আন্তরিকতার প্রশংসা করে বলেন, “পরকালের সঞ্চয় দুনিয়াবি সঞ্চয়ের চেয়ে গুরুত্বপূর্ণ।”
উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা তানজিল, মুফতি নজরুল, রাশেদ চৌধুরী রুবেল, অ্যাডভোকেট আলমগীর, হাজী মো. শাহজাহান সাজুসহ অনেকে। অনুষ্ঠান শেষে পানিতে ডুবে মৃত যুবক মামুনের স্মরণে এতিম শিশুদের নিয়ে দোয়া মাহফিল ও আহারের আয়োজন করা হয়।
Comments