Image description

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য ৭১৯ কোটি ৫০ লাখ ৩৬ হাজার টাকার বাজেট প্রস্তাব করেছে। বাজেটের অধিকাংশ অর্থ দাতা সংস্থার উপর নির্ভরশীল, তবে নতুন কোনো কর আরোপ করা হয়নি। গত অর্থবছরের সংশোধিত বাজেট ছিল ৬১৮ কোটি ২৫ লাখ ৭ হাজার টাকা, যার লক্ষ্যমাত্রা ছিল ৯৮১ কোটি ৯৯ লাখ ৭৮ হাজার টাকা।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় কেসিসির শহীদ আলতাফ মিলনায়তনে বাজেট ঘোষণা করেন প্রশাসক ও বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার। তিনি জানান, গত চার বছরে নতুন প্রকল্পের অভাব ও পুরাতন প্রকল্পগুলো শেষ হওয়ায় এবার বাজেটের আকার কমেছে। উন্নয়ন বরাদ্দ গত বছরের তুলনায় প্রায় ২৬০ কোটি টাকা কমেছে। তবে একটি বড় প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

বাজেটে কনজারভেন্সি, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন ও স্বাস্থ্য বিভাগকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ২০১৮ সালে অনুমোদিত ১৪৩৬ কোটি টাকার দুটি প্রকল্প—রাস্তা মেরামত ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন—চলমান রয়েছে। রাস্তা মেরামত প্রকল্প গত অর্থবছরে শেষ হয়েছে, আর ড্রেনেজ প্রকল্প চলতি অর্থবছরে শেষ হবে। এছাড়া ২০২১ সালে অনুমোদিত বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পও এ বছর শেষ হচ্ছে।

কেসিসির হিসাব শাখা জানায়, নিজস্ব আয় দিয়ে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও দৈনন্দিন কার্যক্রম পরিচালিত হয়। উন্নয়ন কাজের জন্য সরকারি বরাদ্দ ও দাতা সংস্থার অনুদানের ওপর নির্ভর করতে হয়। নতুন প্রকল্প না থাকায় বরাদ্দ কমেছে, ফলে বাজেট বাস্তবভিত্তিক করা হয়েছে।

বাজেট ঘোষণাকালে উপস্থিত ছিলেন শেখ আজিজুর রহমান, নুরুন্নাহার বেগম, সাবেক মেয়র মো. মনিরুজ্জামান মনি, প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শরীফ আসিফ রহমান, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খানসহ অন্যরা।