Image description

ফরিদপুরের বোয়ালমারীতে রাতের আঁধারে রেলসড়কের গাছ চুরি করতে গিয়ে গাছ চাঁপায় এক চোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতের কোন একসয়ম কালুখালী ভাটিয়াপাড়া রেলসড়কের ঘোড়াখালী রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তি হলেন মাসুদ শেখ (৪০) সে উপজেলার ঘোষপুর ইউনিয়নের ভিমপুর গ্রামের ইসমাইল শেখের ছেলে। 

খবর পেয়ে বুধবার(১০ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। 

থানা সুত্রে জানা যায়, মাসুদ শেখ তেমন কোন কাজকর্ম করতেন না মাঝে মাঝে দিনমজুরি দিতেন। ঘটনার রাতে রেলসড়কের পাশে সামাজিক বনায়নের লক্ষ্যে ফরিদপুর বন বিভাগের লাগানো গাছ চুরি করতে যায়। আগে থেকেই একটি মোটা গাছের গোড়ার বেশি অংশ কেটে রাখা ছিল। পরে রাতের আধারে গাছটি মাটিতে ফেলার উদ্দেশ্য গাছে রশি বাধতে উঠলে সেটি ভেঙে পড়ে। এসময় প্রায় ৩৫/৪০ ফুট নিচে গাছের নিচে চাপা পড়ে ও ঘটনাস্থলেই মারা যান মাসুদ। এসময় তার সাথে থাকা অন্যরা মরদেহ রেখে পালিয়ে যায়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘোষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরান হোসেন নবাব বলেন, মাসুদ ভবঘুরে ছিলো বলে জানি, এবং মাসুদের বিরুদ্ধে চুরির রিপোর্টও ছিল। কাজকর্ম করতো না। রাঁতের আঁধারে রেলওেয়ের গাছ চুরি করতে গিয়ে নিজের কাটা গাছসহ নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। 

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে  গাছ চাপায় তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।