Image description

ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সঙ্গে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে আন্দোলন চলাকালে হাবিবুর রহমান হবি (৫৫) নামে এক আন্দোলনকারী হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে।

হাবিবুর রহমান হবি ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের চরকান্দা গ্রামের বাসিন্দা এবং স্থানীয় বাজারে একটি মুদি দোকান চালাতেন। তার মামাতো ভাই রেজাউল করিম জানান, সকাল সাড়ে ৯টার দিকে ভাঙ্গা গোলচত্বরে আন্দোলনে যোগ দেওয়ার সময় তিনি অসুস্থ বোধ করেন এবং নিজের দোকানে ফিরে যান। দোকানেই তিনি আরও অসুস্থ হয়ে পড়লে তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের বলেন, "ওই ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। প্রাথমিকভাবে ধারণা করছি, মস্তিষ্কে রক্তক্ষরণ (স্ট্রোক) হয়ে তার মৃত্যু হয়েছে।"

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান এবং আলগী ইউপি চেয়ারম্যান ম.ম. সিদ্দিক দুজনেই নিশ্চিত করেছেন যে, হাবিবুর রহমান আন্দোলন থেকে ফিরে নিজের দোকানেই মারা যান।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের নতুন গেজেট অনুযায়ী ফরিদপুর-৪ আসনের এই দুটি ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা কয়েক দিন ধরেই আন্দোলন চালিয়ে আসছেন।