
হবিগঞ্জ শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, লাইসেন্স নবায়ন না করা, মানহীন রিপোর্ট প্রদান, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্য গ্রহণসহ নানা অসংগতি পাওয়ায় ৩ টি ডায়াগনস্টিক সেন্টারকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে৷
আজ রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে হবিগঞ্জের সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস এই ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন৷ এসময় তাঁর সঙ্গে ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোঃ মুখলিছুর রহমান উজ্জ্বল, ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা৷
ভ্রাম্যমাণ আদালত এসময় হবিগঞ্জ শহরের দি জাপান বাংলাদেশ হাসপাতালকে ২০ হাজার টাকা, দি স্কয়ার ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা এবং দি এ্যাপোলো হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে।
জেলা সিভিল সার্জন ডা: রত্নদ্বীপ বিশ্বাস জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও সেবার মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Comments