Image description

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুর গ্রামে আ.লীগ দোসর কনস্টেবল লিটন মিয়া পুলিশি শক্তি প্রয়োগ ও অপকর্মের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে দৌলতপুর গ্রামে গ্রামবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সাবেক ইউপি সদস্য জলিল মেম্বারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইউপি সদস্য রূপ মিয়া, বাছির ভুঁইয়া, আক্কাস ভুঁইয়া, সেলিম ভুঁইয়া, শাহিন ভুঁইয়া প্রমুখ।

বক্তারা বলেন, দৌলতপুর গ্রামের লিটন মিয়া পুলিশ কনস্টেবল পদে কুমিল্লা জেলায় চাকরি করছেন৷ সে গ্রামে পুলিশের ভয় দেখিয়ে তকবীর বানিজ্যসহ গ্রামে বিভিন্ন ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছে। সে জোরপূর্বক ভাবে আমাদের যায়গা দখল করার চেষ্টা করছে।সে চাকরি দেওয়ার কথা বলে গ্রামের কয়েক জনের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে। টাকা ফেরত চাইলে মামলা হামলার ভয় দেখায়।
কেউ মুখ খুললেই তাকে হত্যাসহ মামলা দিয়ে হয়রানি করছে। আমরা তার বিচার চাই।

এ বিষয়ে অভিযুক্ত কনস্টেবল লিটন মিয়াকে একাধিকবার ফোন দিয়েও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।