মাদারীপুরে মাদ্রাসাছাত্রীর রহস্যজনক মৃত্যু, লাশ নিয়ে যাওয়ার চেষ্টায় উত্তেজনা

মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের মিঠাপুর গ্রামে প্রাইভেট পড়ার সময় এক মাদ্রাসাছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় লাশ ময়নাতদন্ত ছাড়াই নিয়ে যাওয়ার চেষ্টা করলে স্বজনদের সঙ্গে পুলিশের উত্তেজনা তৈরি হয়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহত শিক্ষার্থীর নাম তানহা আক্তার (১০)। সে স্থানীয় একটি মাদ্রাসার ছাত্রী এবং মিঠাপুর এলাকার সামির সরদারের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় বাড়ির ভেতর মাদ্রাসা শিক্ষক মাওলানা মোহাম্মদ ইমরানের কাছে প্রাইভেট পড়ছিল তানহা। এ সময় হঠাৎ তার পায়ে বিড়াল কামড় দেয় বলে পরিবারের দাবি। মুহূর্তের মধ্যেই রক্তপাত শুরু হলে সে অসুস্থ হয়ে পড়ে। গুরুতর অবস্থায় তাকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসময় পরিবারের লোকজন চিকিৎসককে জানান, শিশুটিকে সাপে কামড়েছে। বিড়াল ও সাপ—দুই ধরনের দাবি আসায় হাসপাতাল কর্তৃপক্ষ সন্দেহ হলে থানায় খবর দেয়। পুলিশ এসে সুরতহাল প্রস্তুত করতে গেলে স্বজনরা লাশ নিয়ে যেতে হাসপাতালের গেটের তালা ভেঙে ফেলার চেষ্টা করে। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
Comments