Image description

চেক জালিয়াতি মামলায় পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার তাকে ঢাকার নবাবগঞ্জে অবস্থিত তার নিজ রিসোর্ট ওয়ান্ডারল্যান্ড গ্রিন পার্ক থেকে গ্রেপ্তার করা হয়। 

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারের পর শামসুদ্দোহাকে আদালতে তোলা হয়েছে।

উল্লেখ্য, সাবেক এই অতিরিক্ত আইজিপি এবং তার স্ত্রী ফেরদৌসী সুলতানার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) আগেই আদালতে অভিযোগপত্র দাখিল করেছিল। দুদক সূত্রে জানা গেছে, তাদের বিরুদ্ধে ৬৬ কোটি ৪৮ লাখ ৬৯ হাজার ৯৮১ টাকার সম্পদের তথ্য গোপন এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। 

গত বছরের জুলাই মাসে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম এই অভিযোগপত্র জমা দিয়েছিলেন।