
ঢাকার ধামরাইয়ে ২৫ পুরিয়া হেরোইন ও ১৫ পিচ ইয়াবাসহ রিপন হোসেন (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মো: মোস্তফা কামাল। রবিবার( ৭ সেপ্টেম্বর) সকালে আসামীকে আদালতে পাঠানো হয়েছে।
রিপন হোসেন উপজেলার সূয়াপুর ইউনিয়নের ইশাননগর এলাকার তারা মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ধামরাই থানার উপ- পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল নেতৃত্বে বিশেষ অভিযানে মাদক কারবারি রিপনকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা ও ২৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে মাদক কারবারের সাথে জড়িত। একাধিক বার কারাবরণ করার পরও রিপন সাদক ছাড়তে পারে নি।
এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে ধামরাই থানা সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। মাদক ব্যবসায়ীরা ধামরাইতে থাকতে পারবে না। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গতকাল শনিবার বিশেষ অভিযানে মাদক কারবারি রিপনকে আটক করা হয়েছে। আজ রবিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Comments