Image description

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে রোববার অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আফগানিস্তানকে ৭৫ রানের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছে পাকিস্তান। পাকিস্তানের হয়ে দুর্দান্ত বোলিং করেন স্পিনার মোহাম্মদ নওয়াজ, যিনি একাই তুলে নেন হ্যাটট্রিকসহ ৫ উইকেট।

টস জিতে আগে ব্যাট করতে নেমে পাকিস্তান ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করে। দলের হয়ে অধিনায়ক সালমান আলী আগা ২৪ এবং মোহাম্মদ নওয়াজ ২৫ রান করেন। আফগান বোলারদের মধ্যে নুর আহমেদ ও রশিদ খান ঘূর্ণি বলে চাপ সৃষ্টি করেন।

১৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তান শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। শাহীন শাহ আফ্রিদি প্রথম ওভারে আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজকে (৫) ফিরিয়ে দেন। এরপর আসে মোহাম্মদ নওয়াজের ঘূর্ণি জাদু। তিনি এক ওভারেই দারউইশ রাসুলি ও আজমতউল্লাহ ওমরজাইকে শূন্য রানে ফিরিয়ে দেন। পরের ওভারের প্রথম বলেই ইব্রাহিম জাদরানকে (৯) এলবিডব্লিউ করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। নওয়াজের দুর্দান্ত বোলিংয়ের মুখে আফগানিস্তানের ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে এবং ১৫.৫ ওভারে মাত্র ৬৬ রানে অলআউট হয়ে যায়।

নওয়াজ ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন। এছাড়াও আবরার আহমেদ এবং সুফিয়ান মুকিম দুটি করে উইকেট নেন। ম্যাচ ও সিরিজসেরা নির্বাচিত হন ৩১ বছর বয়সী এই স্পিন অলরাউন্ডার। এশিয়া কাপের আগে এমন জয় নিঃসন্দেহে পাকিস্তানের আত্মবিশ্বাস বাড়াবে।