Image description

রাজবাড়ীতে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার বাংলাদেশ হাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কালুখালী থেকে পাংশার দিকে দুটি মোটরসাইকেল দ্রুত গতিতে যাচ্ছিল। বাংলাদেশ হাট এলাকায় পৌঁছালে মোটরসাইকেল দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আরিফ ও স্বাধীন নামে দুজন নিহত হন।

গুরুতর আহত শাওনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন দুজনের নিহতের খবর নিশ্চিত করেছেন।