Image description

গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের ছোট কয়ের গ্রামে অবস্থিত খাতিয়া ব্রিজ দ্রুত জনপ্রিয় পর্যটন স্পটে পরিণত হয়েছে। বেলাই বিলের টলমলে পানি, আঁকাবাঁকা সড়ক এবং মেঘের খেলায় ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য এই স্থানটিকে পর্যটকদের কাছে অনন্য করে তুলেছে।

খাতিয়া গ্রামে যাওয়ার পথে অবস্থিত এই ব্রিজ একসময় ছিল কাঁচা মেঠোপথ। ইটের সলিংয়ের পরও এটি তেমন পরিচিতি পায়নি। কিন্তু গত বছর রাস্তা পাকা হওয়ার পর থেকে পর্যটকদের ভিড় বাড়তে শুরু করে। বিশেষ করে বর্ষায় বিলে পানি ভরে গেলে এর সৌন্দর্য দ্বিগুণ হয়ে ওঠে। শুক্র ও শনিবারে এখানে ২ হাজার থেকে ৫ হাজার পর্যটকের সমাগম ঘটে, যদিও এতে যানজটের সমস্যাও দেখা দেয়।

স্থানীয়রা জানান, প্রকৃতিপ্রেমী মানুষেরা ঢাকাসহ আশপাশের জেলা থেকে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসেন। তবে পর্যটকদের সংখ্যা বাড়লেও নিরাপত্তা ব্যবস্থা, বিশ্রামাগার বা পাবলিক টয়লেটের অভাব রয়েছে।

বাড়িয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্য মাসুম মোল্লা বলেন, “রাস্তা পাকা হওয়ার পর সামাজিক মাধ্যমে ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ায় এটি ভাইরাল হয়েছে। এলাকার মানুষের সেবা ও নিরাপত্তার দায়িত্ব আমার। আমি প্রশাসনের কাছে নজরদারি বাড়ানো ও অবকাঠামো উন্নয়নের আহ্বান জানাচ্ছি।”

সচেতন মহলের মতে, নিরাপত্তা ও ন্যূনতম অবকাঠামো উন্নয়ন নিশ্চিত করা গেলে খাতিয়া ব্রিজ গাজীপুরের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে।