আলমডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক সাহাবুলের মর্মান্তিক মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া আমতৈল পালপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাহাবুল ইসলাম পচা (৫০) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সাহাবুল ওই এলাকার মৃত মোফাজ্জল হোসেনের ছেলে। স্থানীয় সূত্র জানায়, সাহাবুল প্রতিদিনের মতো ভোরে গাংনী উপজেলার মানিকদিয়ার চিনির উদ্দিনের মালিকানাধীন মাটির রিং স্লাব তৈরির কারখানায় কাজে যান। কাজ শুরুর আগে কারখানার পাশের একটি টিউবওয়েল থেকে পানি আনতে গিয়ে বৈদ্যুতিক মোটরে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
প্রতিবেশী আকমল মাস্টার বলেন, “পচা ভাই প্রতিদিনের মতো কাজে গিয়েছিলেন। এমন মর্মান্তিক দুর্ঘটনা কেউ কল্পনাও করেনি। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।”
সাহাবুল ইসলাম পচা দীর্ঘদিন ধরে ওই কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক বিরাজ করছে।
Comments