কেরানীগঞ্জে প্রবাসী ও সাবেক মেম্বারের বাড়িতে ডাকাতি, ৩ ডাকাত গ্রেপ্তার

দক্ষিণ কেরানীগঞ্জের মধ্যেরচর এলাকায় সাবেক মেম্বার গাফফার ও প্রবাসী রিনা বেগমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে ১০-১৫ জনের ডাকাত দল এই হামলা চালায়, এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে বেশ কয়েকজন আহত হন।
ভুক্তভোগী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গাফফার মেম্বার রাজধানীতে থাকেন, তার মেয়েরা মধ্যেরচরের বাড়িতে ছিলেন। পাশের বাড়ির রিনা বেগম সম্প্রতি বিদেশ থেকে ফিরেছেন। রাতে ডাকাত দল দুটি বাড়িতে একযোগে হানা দিয়ে সদস্যদের জিম্মি করে প্রায় ২০ লাখ টাকার স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে। পালানোর সময় রিনা বেগমের চিৎকারে এলাকাবাসী ধাওয়া করে বাবুল নামে এক ডাকাতকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
জাজিরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোশাররফ হোসেন জানান, গণপিটুনির শিকার বাবুলকে আটকের পর তার স্বীকারোক্তিতে শহিদুল্লাহ ও মানিক নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।
Comments