Image description

ঢাকার আশুলিয়ায় বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের ঘোষবাগ এলাকায় যৌথ বাহিনীর চেকপোস্টে তল্লাশি চালিয়ে ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় একটি দেশীয় অস্ত্রসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোর রাতে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন হবিগঞ্জের চুনারুঘাট থানার উত্তর বড়াইল এলাকার নাজমা আক্তার (৩৫), আমু চিমটি বিলখাস এলাকার রাজন মিয়া (২০) এবং দোলনা এলাকার ইমাম হোসেন (৩০)। নাজমা আক্তার আশুলিয়ায় বসবাস করতেন।

যৌথ বাহিনী জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা মাদক কারবারে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। রাজন ও ইমাম সিলেট থেকে গাঁজা এনে আশুলিয়ায় নাজমার কাছে সরবরাহ করতেন। নাজমা এই মাদক জামগড়াসহ আশপাশের এলাকায় নিজে এবং খুচরা বিক্রেতাদের মাধ্যমে বিক্রি করতেন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, “যৌথ বাহিনী ২৫ কেজি গাঁজাসহ তিনজনকে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।”

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেপ্তারকৃতদের আইনানুগ ব্যবস্থার জন্য আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।