Image description

মানিকগঞ্জের সিংগাইরে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের প্রশিকা মোড়ে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার নিলুয়া গ্রামের আব্দুল মান্নান (২৩) এবং হরিরামপুর উপজেলার কৌরি ঝিটকা গ্রামের মনির হোসেন (৬০)। আহতরা হলেন— মানিকগঞ্জ সদর উপজেলার দক্ষিণ সেওতা গ্রামের মহসিন (৩২) এবং পাবনার সাথিয়া থানার পাটগাড়ি গ্রামের শাহজাহান আলী (৬০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মানিকগঞ্জগামী সিমেন্টবাহী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা চার যাত্রীবাহী সিএনজির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মান্নান ও মনির নিহত হন। স্থানীয়রা আহত ও নিহতদের উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম বলেন, “দুর্ঘটনার পর ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে গেছে। মামলার প্রস্তুতি চলছে।”