Image description

মাদারীপুরের কালকিনি উপজেলার মাঝেরকান্দি এলাকায় মাঝরাতে ঘরে ঢুকে সৌদি প্রবাসী সোহাগ হাওলাদারের স্ত্রী পাখি আক্তারকে (২৮) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ১টার দিকে এনায়েতনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে দুর্বৃত্তরা পাখির ঘরের চালে ঢিল ছুড়ে। তার চিৎকারে চার বছরের ছেলে আইজান দরজা খুললে দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাকে কুপিয়ে হত্যা করে। আইজান কৌশলে পাশের বাড়িতে খবর দিলে প্রতিবেশীরা এসে পুলিশকে জানায়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

প্রতিবেশীরা জানান, পাখি একা থাকায় মাঝরাতে প্রায়ই তার ঘরে ঢিল ছোড়া হতো। এলাকার মুরব্বিদের জানানো হলেও কোনো সমাধান হয়নি, এবং দোষীদের শনাক্ত করা যায়নি।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম সোহেল রানা বলেন, “নির্জন এলাকায় ঘটনাটি ঘটে, এবং দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। জড়িতদের ধরতে পুলিশ কাজ শুরু করেছে।” এলাকাবাসী ও স্বজনরা এ ঘটনার বিচার দাবি করেছেন।