Image description

চট্টগ্রামের সীতাকুন্ডে সম্প্রতি সড়ক দূর্ঘটনায় নিহত পাঁচ ও আহত এক জেলে পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন সীতাকুন্ড উপজেলা জামায়াতে ইসলামী। আজ বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার ফৌজদারহাট জেলে পাড়ায় একটি অনুষ্ঠানে এ সহায়তা প্রদান করা হয়। এসময় উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি কুতুব উদ্দিন শিবলীর সঞ্চালনায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর ড. নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর ও সন্ধীপ -৩ আসনের এমপি প্রার্থী আলাউদ্দিন শিকদার, চট্টগ্রাম মহানগরী এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, চট্টগ্রাম উওর জেলা জামায়তের সাংগঠনিক সম্পাদক ও সীতাকু--৪ আসনের এমপি প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী, চট্টগ্রাম মহানগর ডাবলমুরিং থানা জামায়াতের আমীর ফারুক আজম, সীতাকুন্ড উপজেলা জামায়াতের সেক্রেটারি সাবেক কমিশনার মোঃ তাহের, সলিমপুর ইউনিয়ন জামায়াত আমীর অধ্যক্ষ মফরহাদ হোসাইন ও সোনাইছড়ি ইউনিয়ন আমীর কাজী জাহেদ ইমাম।

এসময় জামায়াত নেতৃবৃন্দরা জাতির কল্যাণে সব সর্ববস্থায় দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে জামায়াতে ইসলামী সকল নাগরিকের পাশে থাকবে বলে অঙ্গীকার ব্যাক্ত করেন।

উল্লেখ্য যে গত ১৮ আগষ্ট ফৌজদার হাটের ৬ জেলে মাছ বিক্রি করতে যাওয়ার পথে নগরীর  সিটি গেইট এলাকায় সড়ক দূর্ঘটনার কবলে পড়েন এবং এতে ঘটনাস্থলে ৫ জেলে নিহত ও অপর একজন আহত হয়েছিলেন।