Image description

নিজ বসত ঘর থেকে মো: আলম মিয়া (৫৮) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্বার করেছে প্রতিবেশীরা। আজ (৩ সেপ্টেম্বর) সকালে মরদেহ উদ্বার করা হয়। ধারনা করা হচ্ছে ২ সেপ্টেম্বর রাতের কোন এক সময় দুস্কৃতিকারীরা ডাকাতি শেষে তাকে হত্যা করে রেখে ফেলে চলে গেছে।

নিহত ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউক গ্ৰামের মুন্সী পাড়া এলাকার ব্যবসায়ী হাজী আলম মিয়া (৫৮)।

এলাকাবাসী জানায়, ১ম স্ত্রী মারা যাওয়ার পর ২য় বিয়ে করেও সুখী ছিলনা আলম মিয়া। বনিবনা না হওয়ায় ২য় স্ত্রী ডিভোর্জ দিয়ে চলে গেছে তাকে। ২মেয়ে ১ছেলে মেয়ে তার। ২মেয়ে বিয়ে  হয়ে গেছে ছেলে বৌ নিয়ে থাকে সিলেটে। বাড়িতে একা থাকেন আলম মিয়া। ২ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০টার দিকে বাড়ি ফিরে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন আলম মিয়া। সকালে কোন সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীরা গিয়ে দেখেন ঘরের দরজা খোলা রক্তাক্ত দেহ পড়ে আছে ঘরে। দেখা যায়, ঘরের টিন কাটা। ধারনা করা হচ্ছে এই টিন কাটার অংশ দিয়েই প্রবেশ করেছে দুস্কৃতিকারীরা ।

৩ সেপ্টেম্বর সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে নাসিরনগর থানার পুলিশ। 

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজহারুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি চুরির ঘটনা হতে পারে, চুরির করার এক পর্যায়ে হয়তো ওনাকে হত্যা করে, তবে অপর একটি পক্ষ বলছে পারিবারিক ও পরিকল্পিত হত্যাকাণ্ড। তদন্তের পর হত্যার প্রকৃত রহস্য জানা যাবে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালে প্রেরণ  করা হয়েছে। তার এমন মৃত্যুতে পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।