Image description

জামালপুরের মাদারগঞ্জে পারিবারিক কলহের জেরে চিরকুট লিখে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (১২সেপ্টেম্বর) সন্ধায় উপজেলার বালিজুড়ী পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ হুমাইরা জান্নাত (২২) সে উপজেলার বালিজুড়ী পশ্চিম পাড়া এলাকার হিরা ফকিরের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে মাদারগঞ্জ উপজেলার চার গোপালপুর গ্রামের আবুল কালামের ছেলে বেলালের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয় হুমাইরা জান্নাতের। বিবাহের পর থেকেই দুই পরিবারের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কলহ লেগে থাকতো। এই কলহের জেরে আজ সন্ধ্যায় নিজ বাড়িতে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন হুমাইরা।

পরিবারের অভিযোগ, পারিবারিক অশান্তিই হুমাইরার আত্মহত্যার কারণ। আত্মহত্যার আগে হুমাইরা একটি চিরকুট লিখে গেছেন বলেও জানা গেছে। তবে চিরকুটে কী লেখা আছে, তা এখনো বিস্তারিত জানা যায়নি।

এবিষয়ে মাদারগঞ্জ মডেল থানা উপপরিদর্শক এস আই জাহিদ বলেন, আমরা ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছি। প্রথমিক সুরাতহাল রিপোর্ট তৈরি হচ্ছে, অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত  ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

গৃহবধূর আত্মহনের বিষয়টি নিশ্চিত করে মাদারগঞ্জ মড়েল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সাইফুল্লাহ সাইফ বলেন, লাশ উদ্ধার করা হয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে এবং চিরকুটের বিষয়বস্তু যাচাই করার পর বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।