Image description

ময়মনসিংহের গফরগাঁওয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে পাঁচ হাজার ছয়’শ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর ) দুপুরে উপজেলা মৎস্য অফিস ও থানা পুলিশের সহায়তায় পৌর শহরের উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) আমির সালমান রনি। 

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তাহমিনা খাতুন জানান, পুরাতন ব্রহ্মপুত্র নদে একদল জেলে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরছিল। এ সময় অভিযান চালিয়ে নদী থেকে এই নিষিদ্ধ জালগুলো উদ্ধার করা হয় এবং জব্দ করা হয়। জেলেরা পালিয়ে যায়। পরে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস  করা হয়। 

তিনি আরো বলেন, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী মৎস্য রক্ষায় এবং মাছের বংশ বিস্তার এই নিশ্চিতে এই অভিযান অব্যাহত থাকবে।