Image description

বাংলাদেশ জাতীয়তাবাদী দল’র (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নীলফামারীতে ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে (২ সেপ্টেম্বর) জেলা শহরের পৌর বাজারস্থ দলীয় কার্যালয়ে মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন নীলফামারী মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. জিম্মা হোসেন।

জেলা বিএনপির সদস্য আনিসুর রহমান কোকো, শেফাউল জাহাঙ্গীর আলম শেপু, আকবর আলী, জেলা কৃষকদলের আহবায়ক মগনি মাসুদুল আলম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

ড্যাবের জেলা আহবায়ক সোহেলুর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন, সদস্য সচিব ডা. রেদোয়ান জুবায়ের রিয়াদ।
দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে তিন’শ জনকে চিকিৎসা সেবা ও ঔষুধ প্রদান করা হয়। এছাড়াও রক্তের গ্রুপ নির্ণয় এবং স্বেচ্ছায় রক্তদান অনুষ্ঠিত হয়।