১০ বছরের শিশু ধর্ষণের শিকার, প্রতিবেশী দাদার বিরুদ্ধে থানায় মামলা

নীলফামারীর সৈয়দপুরে প্রতিবেশী এক দাদার কাছে ধর্ষণের শিকার হয়েছে ১০ বছরের এক শিশু। এতে শিশুটি গুরুত্বর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় সোমবার (১ সেপ্টেম্বর) সকালে সৈয়দপুর থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পেয়েছে। অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে।
মামলার বিবরণে জানা যায়, উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের জামবাড়ী তহশিলদারপাড়ার মৃত. বাছরা আলী প্রামানিকের ছেলে মোকছেদ আলী প্রামানিক (৫৬)। তার ছেলের মেয়ের (নাতনী) খেলার সাথী ১০ বছর বয়সের শিশু একা (ছদ্মনাম)। গত ২৯ আগস্ট দুপুর ১ টার দিকে নাতনীর সাথে খেলার সময় প্রতিবেশী ওই শিশুটিকে ঘর ঝাড়– দিয়ে দেয়ার কথা বলে তার শয়ন কক্ষে নিয়ে যায় মোকছেদ আলী প্রামানিক।
এরপর শিশুটিকে ফুসলিয়ে ধর্ষণ করে এবং ২০ টাকা হাতে দিয়ে বিষয়টি কাউকে না জানানোর জন্য বলে। জানালে মেরে ফেলার হুমকি দিয়ে শিশুটিকে বিদায় দেয়। পরে শিশুটির প্রচন্ড জ্বর আসে এবং পরিবারের লোকজন দেখতে পায় তার পা ও প্রসাবের রাস্তা ফুলে গেছে। এর প্রেক্ষিতে জিজ্ঞাসা করার পর জানতে পারে তার সাথে মোকছেদ আলী প্রামানিক কর্তৃক করা জঘন্য ঘটনার বিষয়ে।
বিষয়টি জানাজানি হলে শিশুটিরই ক্ষতি হবে এমন কথা বলে পরিবারের লোকজনকে কোন রকম পদক্ষেপ নেয়া থেকে বিরত রাখে এলাকার প্রভাবশালীরা। ক্ষতিপূরণ দেয়ার আশ্বাস দিয়ে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়। কিন্তু কয়েকদিন দেনদরবার করেও কোন ক্ষতিপুরণ না দেয়ায় পরে মেয়েটির বাবা সোমবার সকালে থানায় এসে মামলা দায়ের করেন। মামলা নং-২।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল ওয়াদুদ বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। শিশুটি অসুস্থ। তাকে নীলফামারী সরকারী জেনারেল হাসপাতালে ডাক্তারী পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। মামলা করার বিলম্বের সুযোগে অভিযুক্ত মোকছেদ আলী প্রামানিক পালিয়ে গেছে। পলাতক আসামীকে গ্রেফতারে সার্বিক প্রচেষ্টা চালানো হচ্ছে।
Comments