Image description

নীলফামারীর জলঢাকা উপজেলার কৃষকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে ‘খামারি অ্যাপস’। এই অ্যাপের মাধ্যমে কৃষকরা জানতে পারছেন কোন জমিতে কখন এবং কতটুকু সার প্রয়োগ করতে হবে, যা সারের অপচয় কমিয়ে ফসলের উৎপাদন বাড়াচ্ছে। প্রাথমিকভাবে উপজেলার ৬৯ জন কৃষক তাদের স্মার্টফোনে এই অ্যাপ ব্যবহার করে ২৫ একর জমিতে সার প্রয়োগ করেছেন।

খুটামারা ইউনিয়নের কৃষক জাহাঙ্গীর আলম বলেন, “আগে না জেনে সার দিতাম, খরচ বেশি হতো। এখন খামারি অ্যাপসের মাধ্যমে সঠিক পরিমাণ সার দিচ্ছি, ফসলও ভালো হচ্ছে।” একই এলাকার কৃষক শরিফুল ইসলাম জানান, “আগে বেশি সার দিয়ে জমি ও ফসল নষ্ট করেছি। এখন অ্যাপের নির্দেশনা মেনে সার প্রয়োগ করছি, ফল ভালো পাচ্ছি।”

উপজেলা কৃষি অফিসার মিজানুর রহমান বলেন, “খামারি অ্যাপস কৃষিকে আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এটি জমির ধরন অনুযায়ী সঠিক পরিমাণ সার প্রয়োগের নির্দেশনা দেয়, যা জমির গুণগত মান রক্ষা করে এবং ফসলের উৎপাদন বাড়ায়।” তিনি আরও জানান, অতিরিক্ত সার প্রয়োগের ফলে জমির উর্বরতা কমে এবং রোগবালাই বাড়ে, যা এই অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব।