Image description

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে কাঁচপুর বিসিক এলাকার একটি তিনতলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন: মানব চৌধুরী (৪০), তার স্ত্রী বাচা চৌধুরী (৩৮), এবং তাদের তিন মেয়ে মুন্নি (১৪), চুন্নি (১২) ও মৌরি (৬)।

প্রতিবেশী সবিনয় দাস জানান, ভোরে রান্নার জন্য চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গেই বিকট শব্দে বিস্ফোরণ হয়। এ সময় তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান এবং দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

বর্তমানে দগ্ধ পাঁচজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।