
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার হারাবতী নদীতে নেমেছে এক অনন্য উৎসবের আমেজ। ভোর থেকে শতশত মানুষ দলবেঁধে মাছ ধরতে নেমেছেন নদীতে। নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ সকলে মিলে জাল, খাঁচা, ছিপ কিংবা দেশীয় ফাঁদ নিয়ে নেমেছেন মাছ ধরার আনন্দযাত্রায়।
ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নের রোয়াইড় গ্রামের নদীপাড় জুড়ে যেন সৃষ্টি হয়েছে গ্রামীণ উৎসবের দৃশ্যপট। মুহূর্তের মধ্যেই ধরা পড়ছে বোয়াল, শিং, টেংরা, কই, শোল ও পুঁটি মাছ। দৃশ্যটি দেখে মনে হয়েছে এটি আর শুধু মাছ ধরা নয়, বরং এক প্রাণের মিলনমেলা।
মাছ ধরতে আসা কুসুমসাড়া গ্রামের ফজলুর রহমান বলেন, প্রতি বছর বর্ষার সময় আমরা এই দিনটার অপেক্ষায় থাকি। সবাই মিলে নদীতে নামা মানে একসাথে আনন্দ আর উৎসব।
সাতার গ্রামের মো. নাইম বলেন, আজ আমরা নদীতে বোয়াল পেয়েছি, কানছ (শিং)-মাগুর পেয়েছি, মনে হয় যেন ঈদের আনন্দ উপভোগ করছি।
যুবকদের সাথে মাছ ধরতে আসা বৃদ্ধ মো. মুকুল বলেন, প্রতিবছর হারাবতী নদীর মাছ ধরা উৎসব খুব জমে। আমি চেংড়া পেংড়াদের (শিশু-শিশোর) সাথে মাছ ধরছি অনেক ভালো লাগছে। আমি যুয়ান (যুবক) হয়ে গেছি আজ।
স্থানীয়রা জানায়, এ সময়টাতে দূর-দূরান্ত থেকেও মানুষ ভিড় করেন হারাবতী নদীতে। একসাথে মাছ ধরা আর সেই আনন্দ ভাগাভাগি করার মধ্য দিয়ে তৈরি হয় পারস্পরিক সম্প্রীতি ও সামাজিক বন্ধন।
প্রতি বছর বর্ষার মৌসুমে হারাবতী নদী হয়ে ওঠে গ্রামীণ জনপদের মিলনক্ষেত্র। নদীতে নামা মানুষের হাসি-আনন্দ, ঢেউয়ের সাথে মিশে যেন রঙিন করে তোলে গোটা পরিবেশ।
এই আয়োজন শুধু মাছ ধরা নয় বরং আনন্দ, একাত্মতা আর মিলেমিশে থাকার চিরন্তন বার্তাই বহন করছে।
Comments