কুমার নদে সেতুর অভাবে ফরিদপুর-গোপালগঞ্জের লাখো মানুষের দুর্ভোগ

ফরিদপুরের নগরকান্দা ও সালথা এবং গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মধ্যবর্তী কুমার নদের ওপর কামারদিয়া এলাকায় সেতু না থাকায় প্রায় ৩ লাখ মানুষ দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। বর্ষায় নৌকা আর শুষ্ক মৌসুমে বাঁশের সাঁকোই তাদের একমাত্র ভরসা, যা ঝুঁকিপূর্ণ এবং দুর্ঘটনার কারণ।
স্থানীয়রা জানান, সেতুর অভাবে কৃষকরা উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। শিক্ষার্থীরা নদী পারাপারের সময় দুর্ঘটনার শিকার হন, ফলে অনেক অভিভাবক সন্তানদের স্কুলে পাঠাতে ভয় পান। মুমূর্ষু রোগীদের হাসপাতালে নেওয়া বড় চ্যালেঞ্জ, যা মৃত্যুর ঝুঁকি বাড়ায়। এছাড়া, যোগাযোগের অভাবে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হচ্ছে।
কামারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র মো. রবিউল ইসলাম বলেন, “বর্ষায় নৌকায় স্কুলে যেতে ভয় লাগে। খারাপ আবহাওয়ায় নৌকা বন্ধ থাকলে স্কুলে যাওয়া হয় না।” খেয়া ঘাটের মাঝি জমির মিয়া জানান, “ঝড়-বৃষ্টি বা কচুরিপানার কারণে নৌকা চলাচল বন্ধ হয়ে যায়। এখানে সেতু হলে হাজারো মানুষের দুর্ভোগ কমত।”
বল্লভদী ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহিন বলেন, “দীর্ঘদিন ধরে এলাকাবাসী সেতুর দাবি জানিয়ে আসছে। কম গুরুত্বপূর্ণ এলাকায় সেতু হলেও এখানে কোনো উদ্যোগ নেই।” সালথা উপজেলা প্রকৌশলী মো. জাফর মিয়া জানান, “এখানে আইডিবিভুক্ত রাস্তা না থাকলেও পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
সেতু নির্মাণ হলে যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে আশা এলাকাবাসীর।
Comments