Image description

আশুলিয়ার বাইপাইল মোড়ে অভিযান চালিয়ে র‌্যাব পরিচয়ে ডাকাতি-ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে র‌্যাবের পোশাক, ওয়াকিটকি, লেজার লাইট, সুইচ গিয়ার চাকু ও গামছাসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো-আমিন মৃধা (৪০), পটুয়াখালী; মামুন বেপারী (৩০), ফরিদপুর; সেন্টু হাওলাদার (৩৫), মাদারীপুর; এবং মোঃ তপু (৩০), নারায়ণগঞ্জ।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভুয়া র‌্যাব পরিচয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আল-আমিন মৃধা ও মামুন বেপারীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ওসি মোঃ জালাল উদ্দিন জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ভুয়া র‌্যাব পরিচয়ে অপরাধ করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।