Image description

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় প্রতিবন্ধী ভাতা আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাজিমুল হামিদের বিরুদ্ধে। সদর ইউনিয়নের বাঘড়া গ্রামের ৫৮ বছর বয়সী প্রতিবন্ধী মাজেদা আক্তার গত ৩০ অক্টোবর ভাতার জন্য আবেদন করেছিলেন। কিন্তু প্রথম ধাপের ১০ হাজার ২০০ টাকা জালিয়াতির মাধ্যমে আত্মসাতের অভিযোগ তুলেছেন তার স্বামী আব্দুল মজিদ।

আব্দুল মজিদ জানান, একই সময়ে আবেদনকারী অন্যরা ভাতার টাকা পেলেও তার স্ত্রী কিছুই পাননি। তিনি প্রায় প্রতিদিন উপজেলা সমাজসেবা কার্যালয়ে ঘুরে বেড়াচ্ছেন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে কর্মকর্তা তাজিমুল হামিদ মোবাইল নম্বর সংক্রান্ত সমস্যার কথা বলে পুনরায় আবেদনের পরামর্শ দেন। তবে ভুক্তভোগী জানান, এখনো কোনো টাকা পাননি তিনি।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রাজু আহমেদকে বিষয়টি অবহিত করা হলে তিনি তাজিমুল হামিদের সঙ্গে কথা বলেন। উপ-পরিচালক টাকার গন্তব্যের প্রমাণসহ বিষয়টি পরিষ্কার করতে নির্দেশ দেন। কিন্তু তাজিমুল হামিদ কোনো নম্বরে টাকা পাঠানো হয়েছে, তা জানাতে অনীহা প্রকাশ করেন।

এদিকে, আব্দুল মজিদ কান্নায় ভেঙে পড়ে বলেন, “সজ্জা সঙ্গিনী স্ত্রীর শেষ নিঃশ্বাসের আগে কি এই ভাতার টাকা তার হাতে তুলে দিতে পারব?” দিনের পর দিন ঘুরে বেড়ানো এই দম্পতির দুর্ভোগের সমাধান কবে হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।