Image description

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে ৩০ মিনিট যমুনা সেতু পশ্চিম মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা।

শনিবার (৩০ আগস্ট) দুপুর ১২টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের গোলচত্বরে এই কর্মসূচি পালন করেন তারা। এতে প্রায় ৩০ মিনিট যানচলাচল বন্ধ ছিল।

অবরোধ কর্মসূচিতে সিরাজগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মোমিন ফয়সাল, সদস্য সচিব ইউসুফ আলী, জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি সোহরাওয়ার্দী হোসেন, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক এম আই মনি ও বেলকুচি উপজেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব হাসমত সরকারসহ প্রায় শতাধিক লোক অংশ নেন।

অবরোধ চলাকালে এসব নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। পরে ৩০ মিনিটের অবরোধে মহাসড়কের দুই প্রান্তে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে দুর্ভোগের কথা বিবেচনা করে অবরোধ তুলে নেন তারা। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেছিল গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা। এতে কিছুক্ষনের জন্য যানচলাচল বন্ধ ছিল। পরে তারা চলে গেছে।