
মুন্সিগঞ্জে ডাকাত দলের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনার পর চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় যৌথ বাহিনীর অভিযান ও তল্লাশি চলমান রয়েছে। এর মধ্যেই উপজেলার বড়ইকান্দি গ্রামে এক সৌদিপ্রবাসীর বাড়িতে গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে মুখোশ পরা ১৫ থেকে ২০ জনের একদল ডাকাত নিজাম উদ্দিন মিয়াজীর বাড়িতে প্রবেশ করে। তারা কলাপসিবল গেট ও প্রধান দরজার তালা ভেঙে বাড়ির ভেতরে ঢোকে। সে সময় প্রবাসীর স্ত্রী নারগিস আক্তার ও তার তিন সন্তান বাড়িতে ছিলেন।
নারগিস আক্তার জানান, ডাকাতেরা অস্ত্রের মুখে তাদের হাত-পা বেঁধে ফেলে এবং চিৎকার করলে মেরে ফেলার হুমকি দেয়। এরপর তারা পরিবারের সদস্যদের মারধর করে আলমারি ও ওয়ার্ডরোব ভেঙে একটি আইফোন, ৮ ভরি সোনা, একটি সোনার বার, কয়েক জোড়া কানের দুল এবং নগদ ১০ হাজার টাকাসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
ডাকাতির খবর পেয়ে শুক্রবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, এখনও কোনো মামলা হয়নি, তবে প্রক্রিয়া চলছে। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে অভিযানের মধ্যেও কেন এমন ঘটনা ঘটল, সে বিষয়ে তিনি সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি।
Comments