চন্দনাইশে অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী মাহবুবুল আলম আটক

চট্টগ্রামের চন্দনাইশে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে কুখ্যাত সন্ত্রাসী মাহবুবুল আলমকে (৪২) আটক করেছে থানা পুলিশ। বুধবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলার হাশিমপুর ইউনিয়নের ছৈয়দাবাদ-উত্তর হাশিমপাল রেল স্টেশনগামী পাকা রাস্তা সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে মাহবুবুল আলমের কাছ থেকে একটি এলজি ওয়ান শুটার, একটি লোড করা কার্তুজ এবং আরেকটি সীসা কার্তুজ জব্দ করা হয়। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আটক মাহবুবুল আলম হাশিমপুর ইউনিয়নের ছৈয়দাবাদ এলাকার মৃত আব্দুল মোনাফের ছেলে। তার বিরুদ্ধে চন্দনাইশ ও বাঁশখালী থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে চন্দনাইশ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
ওসি গোলাম সারোয়ার জানান, “অপরাধ দমনে চন্দনাইশ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করছি এবং ভবিষ্যতেও এটি চলবে।”
Comments