Image description

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নারকেল বাড়ি উচ্চ বিদ্যালয়ে ক্লাসের মধ্যে হঠাৎ তীব্র দুর্গন্ধে অন্তত ২০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এর মধ্যে ৮ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার সকালে ক্লাস চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে।

নারকেল বাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেরী দেরাবতী এবং কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কুমার মৃদুল দাস এই খবর নিশ্চিত করেছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেরী দেরাবতী জানান, ক্লাস চলাকালীন হঠাৎ কীটনাশকের মতো তীব্র গন্ধ আসে। এতে শিক্ষার্থীরা ছোটাছুটি শুরু করে এবং ২০ জন অসুস্থ হয়ে পড়ে। পরিস্থিতি গুরুতর হওয়ায় তাৎক্ষণিকভাবে বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়। তিনি আরও বলেন, আতঙ্কিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা ভয়ে ছোটাছুটি শুরু করেন।

সহকারী প্রধান শিক্ষক দুলাল মধু বলেন, ক্লাসে গন্ধ আসার পর শিক্ষার্থীরা বাইরে চলে আসে। বিদ্যালয়ের চারপাশে অনুসন্ধান করেও দুর্গন্ধের উৎস খুঁজে পাওয়া যায়নি।

হাসপাতালে ভর্তি হওয়া শিক্ষার্থীদের একজন জানায়, "আমাদের গণিত ক্লাস চলছিল। হঠাৎ জানালা দিয়ে একটা বিষাক্ত গন্ধ আসে। মনে হচ্ছিল দম বন্ধ হয়ে যাচ্ছিল।"

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কুমার মৃদুল দাস জানান, অসুস্থ শিক্ষার্থীরা শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে এসেছিল। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং আশঙ্কাজনক কিছু নেই।