
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৫ লাখ ৪ হাজার ভারতীয় জাল রুপিসহ দুই বাংলাদেশিকে আটক করেছে মহেশপুর ৫৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৭ আগস্ট) সকালে এসব জাল রুপিসহ তাদেরকে আটক করা হয়।
আটকৃতরা হলেন, বাগেরহাট সদর উপজেলার বেশরগাতী গ্রামের শামসুল হকের ছেলে ওলিয়ার শেখ (৩৭) এবং ওলিয়ার শেখের ছেলে আমান শেখ (৫)।
মহেশপুর ৫৮ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খোসালপুর বিওপি’র নায়েক দীনবন্ধু রায়ের নেতৃত্বে সীমান্ত পিলার-৬০/১০৫ এলাকায় অভিযান চালায় বিজিবি। সেসময় ৫ লাখ ৪ হাজার ভারতীয় জাল রুপিসহ ওলিয়ার শেখ নামে এক বাংলাদেশিকে আটক করা হয়। ওলিয়ার শেখের ৫ বছর বয়সী শিশু সন্তান তার সঙ্গে ছিল। পরে দুপুরে দুজনকেই মহেশপুর থানায় সোপর্দ করে বিজিবি।
তিনি আরও জানান, ২০১৪ সাল থেকে ওলিয়ার শেখ ভারতের বিহারে বসবাস শুরু করেন। সেখানে তিনি দর্জির কাজ করতেন। ২০১৭ সালে বিহারের আরাবিয়া থানার এক নারীকে বিয়ে করেন। বিয়ে করার পর ২০২২ সালে বাগেরহাট সদর উপজেলার মারুফ নামে এক ব্যক্তির কাছ থেকে নিয়মিত ভারতীয় জাল রুপি সংগ্রহ করতেন। ওই জাল রুপি তিনি ভারতে বসবাসকালে নিয়মিত ব্যবহার করতেন।
বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় প্রবেশ করে ৬০ হাজার টাকার বিনিময়ে মারুফের কাছ থেকে ৫ লাখ ৪ হাজার ভারতীয় জাল রুপি সংগ্রহ করেন ওলিয়ার শেখ। ওই রুপি নিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে তিনি বিজিবির হাতে আটক হন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদুর রহমান বলেন, ভারতীয় জাল রুপিসহ আটক ওলিয়ার শেখের নামে মামলা দায়েরের মাধ্যমে বুধবার বিকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তবে আটক ওলিয়ার শেখের সঙ্গে থাকা তার শিশু সন্তান আমানকে মানবিক দিক বিবেচনায় পরিবারের জিম্মায় দেয়া হবে বলেও জানান তিনি।
Comments