মাধবপুরে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ভারতীয় চোরাই মাল উদ্ধার

হবিগঞ্জের মাধবপুরে ব্যাটালিয়ন (৫৫) বিজিবি সিমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫৪ লাখ ৬৫ হাজার ৮৫০ টাকা মূল্যের ভারতীয় মদ, বিয়ার, ফুসকা, বিভিন্ন প্রকার কসমেটিকসহ বাসমতি চাল ও চোরাচালানী পণ্যসহ একটি কার্ভাড ভ্যান জব্দ করা হয়েছে।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫) বিজিবি)’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত মঙ্গলবার বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়ায় এলাকায় অভিযান চালিয়ে একটি কার্ভাট-ভ্যান আটক করে। এসময় তল্লাশী করে প্রায় ৫৩ লাখ ৩২ হাজার ৮শ’ টাকা মূল্যের বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিক জব্দ করে।
তেলিয়াপাড়া বিওপির বিজিবি টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪৫ হাজার টাকা মূল্যের মদ, বিয়ার উদ্ধার করে। তাছাড়া মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার গুটিবাড়ীও কাকমারাছড়া বিওপির বিজিবি টহল দল ৮৮ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ, ফুচকাসহ চোরাই মালামাল উদ্ধার করেন।
৫৫ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল তানজিলুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষাসহ চোরাচালান রোধে বিজিবি কাজ করছে।
Comments