
চট্টগ্রামের রাউজানে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান বিন মাজেদ এর সভাপতিত্বে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় রাউজানের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সাম্প্রতিক সময়ে অস্ত্র উদ্ধারসহ পুলিশের প্রশংসনীয় ভূমিকার কথা উল্লেখ করে সাম্প্রতিক সময়ে গরু, মহিষ চুরি ছাড়াও চুরির ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানোর গুরুত্বারোপের পাশাপাশি এলাকার যে কোনো সমস্যার বিষয়ে সঠিক তথ্য প্রশাসনকে অবহিত করার বিষয়টি তুলে ধরা হয়।
উপজেলা সদরে যানজট নিরসন ও জনভোগান্তি রোধে সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত উপজেলা সদরের ফকিরহাট রোডে লরি ট্রাক চলাচল নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা সদরের জলিলনগর বাসস্ট্যান্ড, মুন্সিরঘাটাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণস্থানে নির্দিষ্ট পার্কিং ছাড়া যত্রতত্র গাড়ি পার্কিং রোধ, ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ ও ফিটনেস বিহীন যানবাহনের বিরুদ্ধে নিয়মিত ভাবে অভিযান পরিচালনার সিন্ধান্ত হয়।
এছাড়া কৃষিজমি ভরাট, অবৈধ বালি উত্তোলনের বিষয়ে কোনো অভিযোগ থাকলে তাৎক্ষণিক প্রশাসনকে অবহিত করার জন্য জনপ্রতিনিধিদের নির্দেশনা দেওয়া হয়। রাউজান আরআরএসি স্কুলের খেলার মাঠে স্কুল চলাচালীন সময় ছাড়াও স্থানীয়দের খেলাধুলার সুবিধার্থে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত খেলার মাঠ উন্মুক্ত রেখে পরবর্তী সময়ে মাঠে আড্ডা, খেলাধুলা ও বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধের সিন্ধান্ত নেওয়া হয়।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শাহজাহান, রাউজান সেনা ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ মেজর শফিক, রাউজান থানার পরিদর্শক (তদন্ত) নিজাম উদ্দিন দেওয়ান, উপজেলা প্রকৌশলী আবুল কালাম, রাউজান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানা, উরকিরচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরমান হোসেনসহ বন বিভাগ, হাইওয়ে থানার প্রতিনিধিসহ বিভিন্ন দপ্তর প্রধানগণ।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ এর সভাপতিত্বে উপজেলা উন্নয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা পরিষদের বিভাগীয় কর্মকর্তাগণ ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
Comments