Image description

নেতাকর্মীদের সতর্ক করে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজীব আহসান বলেছেন, যিনি বিচ্যুতি হবেন দল থেকে হারিয়ে যাবেন। অপরাধ করবেন হারিয়ে যাবেন, কেউ আপনাকে রক্ষা করতে পারবেন না। তিনি বলেন, যিনি মানুষের স্বার্থের পরিপন্থি হয়ে দাড়াবেন, তার ব্যাপারেও কোন ছাড় নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোন ক্ষমা করবেন না।

বুধবার বিকেলে (২৭আগস্ট) জেলা নীলফামারী জেলা শিল্পকলা অডিটোরিয়ামে স্বেচ্ছাসেবক দলের তৃণমুল নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

রাজীব আহসান বলেন, দলের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এসবের বিরুদ্ধে দাঁড়াতে হবে। একটি মহল উদ্দেশ্য মুলক ভাবে বিএনপির নামে অপবাদ ছড়াচ্ছে।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোর্শেদ আযমের সভাপতিত্বে ও সদস্য সচিব শিহাবুজ্জামান শিহাবের পরিচালনায় সভায় বক্তব্য দেন, কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী, সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন, সহ-সভাপতিহ মফিজুল ইসলাম ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা রেদওয়ানুল হক বাবু।

পরে তিনি তৃণমুলের উপস্থিতিতে নবগঠিত জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাদের পরিচয় করিয়ে দেন।