
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বুধবার দুপুর ১২টা ৪৫ মিনিটে আলমডাঙ্গার পৌর পশুহাটের টাইগার মোড়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ব্রেক ফেল করা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আব্দুর রাজ্জাক (৪৫) নামের এক বাইসাইকেল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
নিহত আব্দুর রাজ্জাক আলমডাঙ্গা উপজেলার হাউসপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর পৌনে ১টার দিকে আব্দুর রাজ্জাক তার বাইসাইকেলে করে টাইগার মোড় দিয়ে যাচ্ছিলেন। সে সময় দ্রুতগতিতে আসা একটি ট্রাক ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই সাথে ট্রাকটি সামনে থাকা অন্য একটি ট্রাকের সাথে ধাক্কা খেলে অন্য এক পথচারী গুরুতর আহত হন। আহত ব্যক্তিকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।
খবর পেয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান সরকার জানান, 'দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।'
স্থানীয়রা জানান, টাইগার মোড় এলাকায় প্রায়শই দুর্ঘটনা ঘটে থাকে। তাদের দাবি, সড়কের এই অংশটি দ্রুত সংস্কার করা এবং ট্রাফিক ব্যবস্থা উন্নত করা প্রয়োজন।
Comments