Image description

ক্লাসরুম সংকটের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা নির্মাণাধীন নভোথিয়েটার ও বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) ভবন দখল করেছে। বুধবার রাত ৯টার দিকে শিক্ষার্থীরা এই দুটি স্থাপনা নিজেদের নিয়ন্ত্রণে নেয়। নির্মাণের চূড়ান্ত পর্যায়ে থাকা এই ভবন দুটি এখনও নির্মাণকারী প্রতিষ্ঠান কর্তৃক হস্তান্তর করা হয়নি।

শিক্ষার্থীরা নভোথিয়েটারে ‘অ্যাকাডেমিক ভবন ৩’ লেখা ব্যানার টাঙিয়ে দখলের ঘোষণা দেয়। এর আগে তারা চতুর্থ দিনের মতো বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে, যা স্থানীয়দের মধ্যে জনদুর্ভোগ সৃষ্টি করে।

শিক্ষার্থীদের অভিযোগ, প্রায় এক মাস ধরে অবকাঠামোগত সংকট, আয়তন বৃদ্ধি ও নিরাপদ পরিবহণ ব্যবস্থার দাবিতে আন্দোলন করলেও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কোনো যোগাযোগ করেনি। তারা জানায়, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ৭টি অনুষদে ২৫টি বিভাগে প্রায় ১০ হাজার শিক্ষার্থীর জন্য মাত্র ৩৬টি শ্রেণিকক্ষ রয়েছে। এ কারণে অনেক সময় খোলা মাঠে ক্লাস নিতে হচ্ছে। শ্রেণিকক্ষ ও শিক্ষক সংকটের জন্য সেশনজটও বাড়ছে।

তিন দফা দাবিতে মহাসড়ক অবরোধের পর শিক্ষার্থীরা ছাত্রাবাস ও পাশের মেস থেকে মিছিল করে এসে নভোথিয়েটার ও ভোলা রোডের বিটেক ভবন দখল করে। তারা ঘোষণা দেয়, এখন থেকে এই ভবন দুটি ‘অ্যাকাডেমিক ভবন ৩’ হিসেবে ব্যবহৃত হবে।

ঘটনাস্থলে উপস্থিত সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আশরাফুল মোল্লা বলেন, আমরা দীর্ঘদিন ধরে সংকট সমাধানের দাবি নিয়ে আন্দোলন করে আসছি। আমাদের সংকট নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নাই। তাই আমরা সরকারের দুটি ভবন দখল করলাম। একটি ভবনে আমরা ক্লাস করবো আরেকটি ভবনকে আবাসিক হলে রূপান্তর করবো। সরকার আমাদের সমস্যা আমলে না নিলে আমরাও এ ভবন ছাড়বো না।

আইন বিভাগের শিক্ষার্থী শহিদুল ইসলাম সাহেদ বলেন, এটা আমাদের একটি প্রতিবাদী কর্মসূচি। নভোথিয়েটার ও বিটাক ভবনকে আমরা প্রতিবাদস্বরূপ আমাদের বিশ্ববিদ্যালয়ের ব্যানার টানিয়ে দেয়া হয়েছে। আমরা দাবি জানাই, ভবনটিকে বিশ্ববিদ্যালয়ের অধীনে দেয়া হউক।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. রাহাত হোসাইন ফয়সাল বলেন, আমি এ বিষয়ে শুনেছি। শিক্ষার্থীরা কিছুদিন ধরে তিন দফা দাবিতে আন্দোলন করে আসছেন। ইতিমধ্যে সরকার ফিজিবিলিটি টেস্টের জন্য অর্থ বরাদ্দ দিয়েছে, এ নিয়ে কাজ চলছে। সংকট নিয়ে আন্দোলনের মধ্যে শিক্ষার্থীরা হয়তো আবেগের জায়গা থেকে ভবনগুলোতে ব্যানার টানিয়েছে। প্রশাসন খুব শীঘ্রই এ বিষয় নিয়ে আলোচনায় বসবে।

বরিশাল বন্দর থানার ওসি রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।