
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীতে আগুনে ৮ টি দোকান, একটি টিনসেট রুম ও একটি ঝুটের গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার ভোর রাতে মহানগরীর আমবাগ বউ বাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ারসার্ভিস ও স্থানীয় সূত্রে জানাযায়, রাত পৌনে ৪ টার সময় চাচা ভাতিজা এন্টারপ্রাইজ নামক একটি দোকান থেকে শর্ট সার্কিট এর মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। পরে তা মুহূর্তের মধ্যে পাশে থাকা ৮ টি দোকান ও একটি টিন শেডের বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। খরব পেয়ে কোনাবাড়ী ও গাজীপুর চৌরাস্তা মর্ডান ফায়ারসার্ভিসের চারটি ইউনিট প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
কোনাবাড়ী মর্ডান ফায়ারসার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর মোঃ সাইফুল ইসলাম জানান, আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়াও তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।
Comments