Image description

সুনামগঞ্জে গ্রাম আদালত জুলাই মাসে ১৯৫টি মামলার মধ্যে ১৭৮টি নিষ্পত্তি করেছে, যা মোট দায়েরকৃত মামলার ৯১ শতাংশ। সোমবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গ্রাম আদালতের কার্যক্রম নিয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে আয়োজিত সমন্বয় সভায় এ তথ্য জানানো হয়।

সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে এবং বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প (৩য় পর্যায়)-এর সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ রেজাউল করিম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া এবং বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. তোফায়েল আহাম্মদ।

সভায় গ্রাম আদালত প্রকল্পের জেলা ম্যানেজার নির্মল রায় জানান, জুলাইয়ে ১৯৫টি মামলা গ্রহণের বিপরীতে ১৭৮টি মামলা নিষ্পত্তি হয়েছে। জেলা প্রশাসক ড. ইলিয়াস মিয়া বলেন, “গ্রাম আদালত প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিচার ব্যবস্থাকে সহজলভ্য ও কম খরচে পৌঁছে দিয়েছে। এর প্রসারে সকলকে একযোগে কাজ করতে হবে।”

সভায় আরও বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন, পাবলিক হেল্থ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সেয়দ খালেদুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহন লাল দাস, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক এ জে এম রেজাউল আলম, ইউপি চেয়ারম্যান মো. ছবাব মিয়া, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক এ কে আজাদ ভূইঁয়া, দৈনিক মানবকণ্ঠের স্টাফ রিপোর্টার মোহাম্মদ শাহজাহান চৌধুরী এবং যুব উন্নয়নের প্রশিক্ষক আলমগীর কবির।