Image description

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের সান্দিয়াইন গ্রামে বিএনপি নেতা বেলায়েত হোসেনের সাফিয়া এগ্রো মৎস্য খামারে বিষ প্রয়োগ করে প্রায় ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। সোমবার এ ঘটনায় বেলায়েত হোসেন গফরগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেলায়েত হোসেন দীর্ঘদিন ধরে নিজস্ব ও ভাড়া জমিতে মৎস্য চাষ করে আসছেন। অভিযোগে বলা হয়, প্রতিবেশী নুরুল ইসলাম ও তার ছেলে রাজু মিয়া পূর্ব শত্রুতার জেরে বাঁধ কেটে খামারের ক্ষতি ও মাছ চুরিসহ বিষ প্রয়োগ করেছেন। 

বেলায়েত হোসেন জানান, “দুদিন ধরে মাছ মরে ভেসে উঠছে। এ ঘটনায় আমার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।”

গফরগাঁও থানার ওসি মো. বাচ্চু মিয়া বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।” স্থানীয় বিএনপি নেতারা এ ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখছেন। উল্লেখ্য, গত ১৫ আগস্ট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নাজমুল হকের বাড়িতে দুর্বৃত্তরা আগুন দিয়ে ক্ষতিসাধন করেছিল।

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, “নুরুল ইসলাম ও তার ছেলে রাজু পূর্বেও বিভিন্ন মৎস্য খামারে ক্ষতি করেছে। এবারও তাদের হাত রয়েছে বলে মনে করি।” তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে কঠোর ব্যবস্থার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।