Image description

দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকলে ঐতিহ্যবাহী কানাইমাদারী ইসলামিয়া কাদেরীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার নবনির্বাচিত ম্যানেজিং কমিটির অভিষেক ও অভিভাবক সমাবেশ গত ২৪ আগস্ট সকালে মাদ্রাসা অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হয়। 

ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যক্ষ মুফতি মুহাম্মদ হারুনুর রশিদ আশরাফী (মা:জি:আ:)'র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা এলডিপির সভাপতি, বরকল ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোতাহের মিয়া। 

উদ্বোধক ছিলেন, আহলে সুন্নাত ওয়াল জমা'আত চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ খলিলুর রহমান নিজামী (মা:জি:আ:)। 

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মুফতি মুহাম্মদ হারুনুর রশিদ বলেন, দাখিল মাদ্রাসা শিক্ষার্থীদের নৈতিক ও মানসিক বিকাশের পাশাপাশি আধুনিক শিক্ষা ব্যবস্থায় সম্পৃক্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নব নির্বাচিত ম্যানেজিং কমিটি দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষার মানোন্নয়নে কাজ করবে এই প্রত্যাশা করছি। 

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ মোতাহের মিয়া বলেন, আজকের এই অভিষেক ও অভিভাবক সমাবেশ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের মধ্যে দৃঢ় সম্পর্ক গড়ে তোলার একটি সুন্দর দৃষ্টান্ত। একসাথে কাজ করলে মাদ্রাসার সার্বিক উন্নয়ন সম্ভব। 

সহ-সুপার মাওলানা মুহাম্মদ জহুরুল ইসলামের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সুপার ও সচিব মাওলানা মুহাম্মদ আজিজুল্লাহ। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরকল ইউনিয়ন এলডিপির সভাপতি আলহাজ্ব মুহাম্মদ সাঈদ ইবনে খায়ের, আলহাজ্ব মুহাম্মদ আরমানুর রশিদ, মাওলানা মুহাম্মদ মিজানুল হক আলকাদেরী, হাফেজ মুহাম্মদ সেকান্দর ইসলাম। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদ্যোৎসাহী সদস্য জিএম শাহাদত হোসাইন মানিক, মাস্টার মুহাম্মদ জাকির হোসাইন। 
উপস্থিত ছিলেন, অভিভাবক সদস্য (নির্বাচিত) যথাক্রমে এম.এ ছবুর, মুহাম্মদ নাজিম উদ্দীন, মুহাম্মদ আবদুল আলম, মুহাম্মদ ফরহাদ, ইয়াছমিন আকতার, শিক্ষক প্রতিনিধি সদস্য,মাওলানা মুহাম্মদ আবুল হোসাইন কাতেবী, আহমদ কবির, হানিফা বেগম, মাদ্রাসার শিক্ষক যথাক্রমে-মাস্টার মোহাম্মদ সুলাইমান, মাওলানা মুহাম্মদ আব্দুল কুদ্দুস, মাওলানা মুহাম্মদ রুহুল আমিন মজিদী, হানিফা বেগম, মতিউর রহমান, শারমিন সুলতানা কাজী মুহাম্মদ আবদুর রহিম, রুনা আকতার ও অফিস কর্মকর্তা মোহাম্মদ মহিবুল্লাহ,মোহাম্মদ ফোরকান, পিংকি আকতার প্রমুখ।