Image description

"মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন,টেকসই সহায়ক ব্যবস্হা গড়ে তুলুন" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে হবিগঞ্জে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন শুরু হয়েছে৷আজ সোমবার ( ২৫ আগষ্ট) সকাল ১০ টায় জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে একটি সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়৷

র‍্যালিটি সারা শহর প্রদক্ষিণ করে সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গনে এসে শেষ হয়৷পরে সকাল ১১ টায় সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ 

সিভিল সার্জন ডা: রত্নদ্বীপ বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ২৫০ শয্যা হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: আমিনুল হক সরকার, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক সেলিম ভূইয়া, ডেপুটি সিভিল সার্জন ডা: মোখলেছুর রহমান উজ্জ্বল, আবাসিক সার্জন গাইনি ডা: ফেরদৌসি ইসলাম৷ 

এতে আরো বক্তব্য রাখেন, হবিগঞ্জ সদর থানার সাবইন্সপেক্টর সাইফুল ইসলাম, বিয়াম ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ রওশন আরা বেগম৷ র‍্যালি ও আলোচনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন৷

আলোচনা সভায় নবজাতক ও মায়েদের জন্য বুকের দুধের গুরুত্ব তুলে ধরা এবং এর গুরুত্ব নিয়ে জনসচেতনতা বাড়ানোর গুরুত্বারোপ করা হয়৷

সভায় বক্তারা বলেন, শিশুর প্রথম খাবার হিসেবে ‘শালদুধ’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু পুষ্টিকরই নয়, বরং শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং প্রথম টিকার মতো কাজ করে। এই সময়টিতে শিশুর শারীরিক বৃদ্ধি ও মস্তিষ্কের বিকাশে মায়ের দুধ অপরিহার্য। শুধু শিশুই নয়, মায়ের জন্যও বুকের দুধ খাওয়ানো স্বাস্থ্যকর। নিয়মিত দুধ খাওয়ালে স্তন ক্যানসারের আশঙ্কা কমে, মায়ের শরীর দ্রুত আগের অবস্থায় ফিরে আসে এবং মানসিক প্রশান্তি তৈরি হয়।