Image description

নড়াইলের লোহাগড়া উপজেলার কামঠানা এলাকার একটি খাল থেকে ১২ বছর বয়সী কিশোর সুমন মোল্যার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৪ আগস্ট) বিকাল ৫টার দিকে বেড়িবাঁধ সংলগ্ন খালে তার মরদেহ পাওয়া যায়। সুমন লাহুড়িয়া গ্রামের ডহরপাড়ার আইসক্রীম বিক্রেতা বিল্লাল মোল্যার ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, অসুস্থ পিতার ভ্যান নিয়ে সংসারের হাল ধরতে ২১ আগস্ট সুমন রোজগারের জন্য বের হয়। কিন্তু সে আর বাড়ি ফেরেনি। নিখোঁজের একদিন পর কাশিয়ানী এলাকায় তার ভ্যান পাওয়া গেলেও সুমনের খোঁজ মেলেনি। প্রতিবেশী পারভেজ আহম্মেদ মিঠুন জানান, ভ্যানের বডিতে লেখা নম্বরে ফোন করে ভ্যানটি উদ্ধার করা হয়, কিন্তু সুমনকে পাওয়া যায়নি।

সুমনের মা সামেলা বেগম ২২ আগস্ট লোহাগড়া থানায় একটি সাধারণ ডায়েরি (নং-১০৫৮) দায়ের করেন। রোববার বিকালে কৃষক বেলায়েত হোসেন খালের কিনারায় মরদেহ দেখে স্থানীয়দের জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুমনের মা ও আত্মীয়-স্বজন মরদেহ শনাক্ত করেন। পুলিশ ও পরিবারের ধারণা, ছিনতাইকারীরা সুমনকে হত্যা করে ভ্যান নিয়ে পালিয়েছিল, যা পরে ফেলে যায়।

লোহাগড়া থানার ওসি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের সনাক্ত ও আটকের জন্য পুলিশ তদন্ত শুরু করেছে।