
পুলিশই জনতা, জনতাই পুলিশ' এ শ্লোগানকে সামনে রেখে হবিগঞ্জ সদর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে৷দীর্ঘ ১৫ বছর পর শনিবার (২৩ আগষ্ট) রাত ৯ টায় হবিগঞ্জ সদর মডেল থানায় অনুষ্ঠিত ওপেন হাউজ ডে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো: শহিদুল ইসলাম। অনুষ্টানে সভাপতিত্ব করেন সদর থানার অফিসার ইনচার্জ একেএম শাহাবুদ্দিন শাহীন।
সভায় উপস্থিত জনতা শহরে চুরি, ছিনতাই ও জুয়াড়ি এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। এ সময় পুলিশ সুপার বলেন, তিনি যোগদানের পর থেকেই অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। ইতোমধ্যে অনেক মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়েছে। বর্তমানেও অভিযান চলছে।
Comments